উপজেলা পর্যায়ে ২২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসটি) স্থাপন (দ্বিতীয় পর্যায়ে) শীর্ষক প্রকল্পটি ২১/০১/২০২০ ইং তারিখে একনেক সভায় অনুমোদনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারক লিপি প্রদান ও শহরে আনন্দ র্যালী করেছে পার্বতীপুর সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ।
আজ সোমবার বিকেলে দিনাজপুরের পার্বতীপুর সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহনাজ মিথুন মুন্নীর মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপির কপিটি পার্বতীপুর সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ আহছান হাবিবের নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসারের হাতে হস্তান্তর করা হয়। এর আগে উপজেলা পর্যায়ে ৩২৯টি নতুন সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের জন্য ২০৫২৫.৬৯ কোটি টাকার মেগা প্রকল্প একনেকে পাশ করায় শহরে আনন্দ র্যালী বের করা হয়। অধ্যক্ষ আহছান হাবিবের নের্তৃত্বে আনন্দ র্যালীতে যোগদেন সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা।